শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ - ১২:০৯
ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের বিবৃতি।

হাওজা / রিয়াদে সৌদি ও ইয়েমেনি প্রতিনিধিদলের বৈঠকের পর ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত বলেছেন, সানা সৌদি আরবের সংরক্ষণ দূর করতে ইচ্ছুক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল-মুসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত ২১শে সেপ্টেম্বর বিপ্লবের নবম বার্ষিকী উপলক্ষে তার ভাষণে একথা বলেন: সানা রিয়াদের উদ্বেগের সমাধান করতে ইচ্ছুক যেমন সৌদি আরব আমাদের উদ্বেগের সমাধান করতে চায়।

আল-মাশাত আরো বলেন, ইয়েমেনি প্রতিনিধি দলের রিয়াদ সফর ইতিবাচক হয়েছে এবং আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সৌদিদের বার্তা ও নিশ্চয়তা আমরা ইতিবাচক মনে করি এবং স্বাগত জানাই, তবে তা দ্রুত বাস্তবায়ন করা উচিত।তিনি মধ্যস্থতা প্রচেষ্টার জন্য ওমানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে ইয়েমেনি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রক্রিয়াকে ইতিবাচক বলে বর্ণনা করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha